Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুন ২০২৪

আমাদের সম্পর্কে

ট্যুরিস্ট পুলিশ ঢাকা জোনের আওতাধীন  বিভিন্ন ট্যুরিস্ট স্পট সমূহ ও আগত ট্যুরিস্টদের নিরাপত্তা প্রদানই ট্যুরিস্ট পুলিশ ঢাকা জোনের মূল লক্ষ্য।

 

ইতিহাস ও ঐতিহ্যের ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর কূল ঘেষে অবস্থিত।  ঢাকা শহরের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্যা হলঃ- আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী মন্দির, বলধা গার্ডেন, রমনা র্পাক, সোহরাওয়ার্দী উদ্যান,বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন,  কেন্দ্রীয় শহীদ মিনার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু সাময়িক জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, হাতির ঝিল ও বাংলাদেশ জাতীয় সংসদ ইত্যাদি।

 

দেশের এই গুরুত্বপূর্ন পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। নিরলসভাবে পর্যটকদের কাঙ্খিত সেবা নিশ্চিতকল্পে  ট্যুরিস্ট পুলিশ ঢাকা জোনের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। পুলিশ রেগুলেশন্স অব বেঙ্গল, ১৯৪৩ ও ট্যুরিস্ট পুলিশ বিধিমালা-২০২০ এবং দেশের প্রচলিত আইন অথবা সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধানের সহায়ক হিসেবে ট্যুরিস্ট পুলিশ ঢাকা জোনের  জন্য প্রযোজ্য হবে।